• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

যুক্তরাষ্ট্রের উপর চীনের প্রতিশোধ, অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ


বাঞ্ছারামপুর বার্তা | আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ৪, ২০২৫, ০৭:১৫ পিএম যুক্তরাষ্ট্রের উপর চীনের প্রতিশোধ, অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যের উপর আরোপিত শুল্কের পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আসা সমস্ত পণ্যের উপর ৩৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হবে বলে জানায় দেশটি। চীন শুক্রবার এক ঘোষণায় জানায়, ১০ এপ্রিলের থেকে এ শুল্ক কার্যকর করবে চীন। খবর ফিনান্সিয়াল টাইমস ও সিএনবিসির।
চীনের অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলেছে, চীন যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে যেন তাৎক্ষণিকভাবে একপক্ষীয় শুল্ক ব্যবস্থা বাতিল করা হয় এবং সমতা, সম্মান এবং পারস্পরিক উপকারিতা ভিত্তিক আলোচনা মাধ্যমে বাণিজ্যিক পার্থক্য সমাধান করা হয়। এছাড়া, চীন যুক্তরাষ্ট্রের ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্কের নিন্দা জানিয়েছে এবং এটিকে আন্তর্জাতিক বাণিজ্যিক নিয়মাবলীর সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছে। 
চীনের মতে, এই শুল্ক চীনের স্বার্থকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং এটি বিশ্ব অর্থনীতি ও উৎপাদন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতাকেও ঝুঁকিতে ফেলবে।
এদিকে, চীন ১১টি মার্কিন প্রতিষ্ঠানকে ‘অবিশ্বস্ত সত্তা’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যাদের বিরুদ্ধে বাজার নিয়ম বা চুক্তি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এছাড়া, চীন ১৬টি মার্কিন সত্তাকে তার রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে এবং সাত ধরনের বিরল পৃথিবী সম্পর্কিত পণ্যের উপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের কথা জানিয়েছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চীন ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক অস্থির বাণিজ্য সম্পর্ক বজায় রেখেছিল এবং চীনের পাল্টা শুল্ক ঘোষণার পর তারা আরও কঠোর প্রতিকূল পাল্টা ব্যবস্থা গ্রহণের আশঙ্কা ব্যক্ত করেছে। চীনের এমন পদক্ষেপের ফলে বৈশ্বিক বাজারে উদ্বেগ তৈরি হয়েছে এবং শেয়ারবাজারে তীব্র পতন ঘটেছে।
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সম্পর্ক ২০২৪ সালে ৫৮২.৪ বিলিয়ন ডলারের পণ্য ব্যবসাকে প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে, বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিস। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সুরক্ষাবাদী নীতির ফলে চীন অন্য বাণিজ্যিক অংশীদারের দিকে ঝুঁকতে পারে এবং চীন তার অর্থনীতিকে উদ্দীপ্ত করতে নতুন উদ্দীপক পদক্ষেপ নিতে পারে। 
চীনের পাল্টা শুল্ক ঘোষণার পর বৈশ্বিক বাজারে পতন ঘটেছে, যেখানে যুক্তরাষ্ট্রের শেয়ার ফিউচারগুলি সেশনের সর্বনিম্নে পৌঁছেছে। ইউরোপীয় শেয়ার বাজারও তীব্রভাবে পতিত হয়েছে।

Side banner