• ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প


বাঞ্ছারামপুর বার্তা | আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৩০, ২০২৫, ১০:২৩ পিএম দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববারের ভূমিকম্পের পর এই দ্বীপ রাষ্ট্রে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, স্থানীয় সময় সোমবার ভোরের দিকে দ্বীপের মূল ভূখণ্ডে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) উত্তর-পূর্বে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র টোঙ্গায় আঘাত হানা ভূমিকম্পের মূল কেন্দ্রের ৩০০ কিলোমিটার (১৮৫ মাইল) এলাকায় অবস্থিত উপকূলজুড়ে বিপজ্জনক সুনামি আঘাত হানতে পারে জানিয়ে সতর্কতা জারি করেছে।
তবে ভূমিকম্পের মাত্রা নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। জার্মানির এই ভূমিকম্প গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, টোঙ্গায় যে ভূমিকম্প আঘাত হেনেছে তার মাত্রা ছিল ৭। ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। যদিও প্রাথমিকভাবে টোঙ্গায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৬ বলে জানিয়েছিল জিএফজেড।
পলিনেশীয় অঞ্চলে দ্বীপ রাষ্ট্র টোঙ্গা। মোট ১৭১টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশে এক লাখের বেশি মানুষের বসবাস রয়েছে। এই জনসংখ্যার বেশির ভাগই দেশটির মূল দ্বীপ টোঙ্গাটাপুতে বসবাস করেন।
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে সাড়ে তিন হাজার কিলোমিটারের বেশি দূরে টোঙ্গার অবস্থান। দেশটির বেশিরভাগ দ্বীপপুঞ্জই সাদা বালুকাময় সৈকত, প্রবাল প্রাচীর এবং ঘন গ্রীষ্মমন্ডলীয় রেইন ফরেস্ট বা চিরহরিৎ বন রয়েছে।
সূত্র: রয়টার্স।

Side banner