• ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, নিহত ১০


বাঞ্ছারামপুর বার্তা | আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৬, ২০২৫, ০২:০০ এএম টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, নিহত ১০

শক্তিশালী টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চল। টর্নেডোর আঘাতে দেশটির মিসৌরি অঙ্গরাজ্যে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এছাড়া ওই দুই অঞ্চলে টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। শনিবার যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ টর্নেডোর তাণ্ডবে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এই তথ্য নিশ্চিত করেছে।
মিসৌরির গভর্নর শনিবার আরও পরের দিকে টর্নেডো আবারও আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। রাজ্যের জরুরি ব্যবস্থাপনা পরিষেবা একাধিক অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টেন মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রোল বলেছে, ‘‘টহল দলের সদস্যরা এবং স্থানীয় সংস্থাগুলো দুর্দশাগ্রস্ত লোকজনকে সহায়তা ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন করতে অক্লান্ত পরিশ্রম করছেন।’’
বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ বলেছে, দেশটির টেক্সাস ও ওকলাহোমা অঙ্গরাজ্যেও ধ্বংসাত্মক ঝড় আঘাত হেনেছে। ওই দুই অঙ্গরাজ্যে ১০০টিরও বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। টর্নেডোর আঘাতে রাস্তায় চলন্ত কয়েকটি ট্রাক উল্টে গেছে।
ওকলাহোমার ফরেস্ট্রি সার্ভিসের তথ্য অনুযায়ী, রাজ্যের ৮৪০ রোড ফায়ার নামে পরিচিত এসব আগুনের ঘটনায় ইতোমধ্যে সাড়ে ২৭ হাজার একর এলাকা পুড়ে গেছে। এসব এলাকায় এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। সংস্থাটি প্যানহ্যান্ডেল এলাকায় দাবানলর বিষয়ে ‘‘লাল’’ সতর্কতা জারি করেছে; যা চরম আগুনের ঝুঁকির বিষয়ে ইঙ্গিত দেয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন মিসিসিপি অঙ্গরাজ্যে টর্নেডো প্রাদুর্ভাবের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করে দিয়েছে।
দেশটির জাতীয় আবহাওয়া সেবা সংস্থার আবহাওয়াবিদ ডেভিড রথ বলেছেন, শুক্রবার রাতে এবং শনিবার সকাল পর্যন্ত ২৬টি টর্নেডোর আঘাতের তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিম্নচাপ তৈরি হওয়ায় আরকানসাস, ইলিনয়, মিসিসিপি এবং মিসৌরির কিছু অংশজুড়ে শক্তিশালী বজ্রপাত হতে পারে বলে পূর্বাভাষ দিয়েছেন তিনি।
সূত্র: বিবিসি, রয়টার্স।

Side banner