অস্ট্রেলিয়ার থমসন উপসাগরে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় সুইজারল্যান্ড ও ডেনমার্কের দুই পর্যটকসহ পাইলট নিহত হয়েছেন। খবর রয়টার্সের।
দেশটির পশ্চিমাঞ্চলীয় পার্থ শহরের কাছে স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিমানটি উড্ডয়নের পরপরই যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং সেটি পানিতে তলিয়ে যায়। এতে সাতজন আরোহী ছিলেন।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক জানান, পুলিশের ডুবুরিরা ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন ৬৫ বছর বয়সী মহিলা, যিনি সুইস পর্যটক, আরেকজন ৬০ বছর বয়সী ডেনমার্কের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। বিমানটির ৩৪ বছর বয়সী পাইলটও মারা গেছেন।
আপনার মতামত লিখুন : :