• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

হোয়াইট হাউসে ট্রাম্পকে ডাকলেন বাইডেন 


বাঞ্ছারামপুর বার্তা | আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৭, ২০২৪, ০৩:৪১ পিএম হোয়াইট হাউসে ট্রাম্পকে ডাকলেন বাইডেন 

সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ১৩২ বছরের রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর তাকে অভিনন্দন জানিয়ে হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
বুধবার (৬ নভেম্বর) হোয়াইট হাউসের এক বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে এবিসি নিউজ।
বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার জন্য তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। একইসঙ্গে দেশকে একত্রিত করতে কাজ করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। বাইডেন ট্রাম্পকে তার সঙ্গে হোয়াইট হাউসে দেখা করার আমন্ত্রণ জানিয়েছেন।
শিগগিরই বৈঠকটি অনুষ্ঠিত হবে জানিয়ে ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র স্টিভেন চেউং বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে বিজয়ের অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে বর্তমান প্রশাসন ও আগামী প্রশাসনের মধ্যে একটি মসৃণ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, বাইডেনের চিফ অব স্টাফ বুধবার ট্রাম্পের দলের সঙ্গে যোগাযোগ করেছে। বাইডেনের পক্ষ থেকে সুষ্ঠুভাবে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরুর জন্য প্রয়োজনীয় ফেডারেল চুক্তিতে সাক্ষরের অনুরোধ জানানো হয়েছে।
আমেরিকার সাংবিধানিক রীতি অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এর আগে পর্যন্ত বাইডেনই প্রেসিডেন্ট থাকবেন। তবে এ সময়টিতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া চালু থাকবে।

Side banner