• ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বোচাগঞ্জে ভুয়া ডাক্তারের জেল জরিমানা


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার এপ্রিল ২০, ২০২৫, ০৪:৫০ পিএম বোচাগঞ্জে ভুয়া ডাক্তারের জেল জরিমানা

দিনাজপুরের বোচাগঞ্জে ভুয়া অর্থোপেডিক ডাক্তারকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভুয়া ডাক্তারের নাম মো. মোশারফ হোসেন। রবিবার (২০ এপ্রিল) বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর এলাকা থেকে ওই ভুয়া ডাক্তারের চেম্বারে গিয়ে বোচাগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট সাইফুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়।
জানা যায়, মোশারফ হোসেন দীর্ঘদিন থেকে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় চেম্বার খুলে নিজেকে অর্থোপেডিক ডাক্তার পরিচয় রোগীদের সেবা দিয়ে আসছিলেন। তার চিকিৎসা সেবার কোনো সনদপত্র নেই। তারপরও তিনি নিজেকে অর্থোপেডিক ডাক্তার পরিচয় বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র লিখে দিতেন।
বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, ‘অভিযুক্ত মোশারফ হোসেন কোনোমতেই রোগীর ব্যবস্থাপত্র লিখতে পারেন না। তিনি মেডিক্যাল আইন লঙ্ঘন করে এই কাজগুলো করে আসছিলেন।’
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা বলেন, ‘ভুয়া ডাক্তার মো. মোশারফ হোসেনের চিকিৎসক হিসেবে কোনো ধরনের নিবন্ধন না থাকা সত্বেও দীর্ঘ দিন ধরে চিকিৎসা করে আসার অভিযোগের প্রেক্ষিতে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’

Side banner