আগামীকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় মাসব্যাপী “এইচপিভি ক্যাম্পেইন” পালিত হতে যাচ্ছে। এই বিষয়ে নগরবাসীকে আরো ব্যাপক হারে অবগত ও প্রচার করার লক্ষ্যে বুধবার (২৩ অক্টোবর) নগরীর চসিক স্বাস্থ্য বিভাগের উদ্যোগে চসিক জেনারেল হাসপাতালে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ডা: মোহাম্মদ ইমাম হোসেন (রানা) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন চসিকের নির্বাহী কর্মকর্তা তৌহিদুল আলম চৌধুরী, ডাঃ প্রসুন রায় (ইউনিসেফ) ডাঃ মোঃ সরোয়ার আলম, ডাঃ তপন কুমার, চসিকের স্বাস্থ্য কর্মকর্তারা।
এইচপিভি টিকার ডোজের বিষয়ে বক্তারা বলেন, বাংলাদেশে নারীদের ক্যান্সার জনিত মৃত্যুর মধ্যে ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। এইচপিভি টিকা জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ করে। ৫ম থেকে ৯ম শ্রেণীতে অথবা ১০ থেকে ১৪ বছরের বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য এই টিকা অধিকতর কার্যকর। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার একটি ডোজই যথেষ্ঠ।
এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত নিরাপদ ও কার্যকর। এই বছর বাংলাদেশ সরকারের উদ্যোগে এই টিকা বিনামূল্যে প্রদান করা হবে।
কারো কথায় বা গুজবে বিভ্রান্ত না হয়ে টিকা পেতে নিবন্ধন করে, এক ডোজ এচইপিভি টিকা নিয়ে জরায়ু মুখ ক্যান্সার থেকে নিজেদের কন্যা সন্তানের সুরক্ষার নিশ্চিত করুন।
আপনার মতামত লিখুন : :