• ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

নন্দিত চিত্রনায়িকা ববিতা অসুস্থ


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন প্রতিবেদক এপ্রিল ২২, ২০২৫, ০৩:০৪ পিএম নন্দিত চিত্রনায়িকা ববিতা অসুস্থ

সত্তর দশকের নন্দিত চিত্রনায়িকা ববিতা। একসময়ের রুপালি পর্দা কাঁপানো অভিনেত্রী এখন সিনেমা জগত থেকে অনেকটাই দূরে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই সরব থাকেন। নিজের ফেসবুকে কিংবদন্তি এ নায়িকা জানিয়েছেন তার অসুস্থতার কথা।
দেশে ফিরে অসুস্থতা পিছুই ছাড়ছে না ববিতার। তেমনটাই জানালেন তিনি। পর্দা কাঁপানো এ অভিনেত্রী লিখেছেন, ‘এবার দেশে এসে, বেশির ভাগ সময় ঘর বন্দি হয়ে পড়েছি। তাই অসুস্থতা পিছু ছাড়ছে না।
স্যালাইন লাগানো হাতের ছবি পোস্ট করে চিত্রনায়িকা ববিতা তার বর্তমান অবস্থার কথা জানিয়েছেন। এর আগে এবার পবিত্র রমজান মাসে রোজা রাখার মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায় অভিনেত্রীকে। গত ২৩ মার্চ ববিতা তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল আইডিতে একটি ছবি আপলোড করেন।
ছবিতে দেখা যায়, পেঁপে ও ইসবগুল এ দুই ধরনের শরবত, দই, খেজুর, কাঠ বাদাম, সিদ্ধ ডিম আর বিভিন্ন ধরনের ফল ইফতারে প্রাধান্য দেন ববিতা। ক্যাপশনে লেখেন, ভাজাপোড়া খেতে পারি না।
এ পোস্টে লাইক রিয়েকশন করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী, গায়ক এসডি রুবেল। ভক্তরাও জানিয়েছেন প্রতিক্রিয়া। পোস্টের মন্তব্যের ঘরে একজন লেখেন, ‘একদিন আপনার সাথে ইফতার করতে চাই।’ আরেকজন লেখেন, ‘ইফতারে এটাই হেলদি খাবার। ভাজা পোড়ায় পেটে অনেক সমস্যা হয়।’
১৯৬৮ সালে ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে নিয়মিতই অভিনয় করেছেন। ক্যারিয়ারে প্রায় তিনশ সিনেমায় অভিনয় করা এ কিংবদন্তি অভিনেত্রী পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি বিদেশি অসংখ্য পুরস্কার।

Side banner