• ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

চিত্রনায়িকা রোজিনার জন্মদিন


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন প্রতিবেদক এপ্রিল ২১, ২০২৫, ০২:৫৫ পিএম চিত্রনায়িকা রোজিনার জন্মদিন

চিত্রনায়িকা রোজিনা ১৯৫৫ সালের ২০ এপ্রিল জন্মগ্রহণ করেন। পুরো নাম রওশন আরা রেণু। রোজিনা রাজবাড়ি জেলার গোয়ালন্দে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম রওশন আরা রেণু।
চলচ্চিত্রে আসার আগে তিনি ঢাকায় মঞ্চ নাটক করতেন। তখন তিনি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে চলচ্চিত্র জগতে আসেন।
১৯৮০ সালে রোজিনা ‘কসাই’ ছবির জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। ১৯৮৮ সালে তিনি জাতীয় পুরস্কার পান শ্রেষ্ঠ অভিনেত্রীর হিসেবে ‘জীবন ধারা’ ছবির জন্য। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি বাচসাস পুরষ্কারও লাভ করেন।
রোজিনা মায়া বড়ির বিজ্ঞাপনের কাজ করার পর বড়পর্দায় ১৯৭৬ সালে ‘জানোয়ার’ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয়ের সুযোগ পান। পরে তিনি এফ. কবীর পরিচালিত ‘রাজমহল’ সিনেমার মাধ্যমে একক নায়িকা হিসেবে কাজের সুযোগ পান। এই ছবিটি সফল হয় এবং তিনি হাতে বেশ কিছু ছবি পান। রোজিনার বেশির ভাগ ছবিই পোষাকী। সুঅভিনয় ও গ্ল্যামার দিয়ে তিনি প্রথম শ্রেণীর নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী - কসাই (১৯৮০), শ্রেষ্ঠ অভিনেত্রী - জীবন ধারা (১৯৮৮), বাচসাস পুুরস্কার বিজয়ীঃ শ্রেষ্ঠ অভিনেত্রী - সুরু মিঞা (১৯৮৬)। 
উল্লেখযোগ্য ছবি মধ্যে রয়েছে জানোয়ার, মাটির মানুষ, অভিযান, শীর্ষনাগ, চম্পা চামেলী, মোকাবেলা, সংঘর্ষ, আনারকলি, রাজনন্দিনী, রাজকন্যা, শাহী দরবার, আলীবাবা সিন্দবাদ, সুলতানা ডাক, যুবরাজ, রাজসিংহাসন, শাহীচোর, দ্বীপকন্যা, জিপ্সী সরদার, কসাই, জীবনধারা, অন্যায় অবিচার, রঙিন রূপবান, দোলনা, সাত ভাই চম্পা, ফিরে দেখা। 

Side banner