• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

জিম্মির পর জয়ার তাণ্ডব


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন প্রতিবেদক এপ্রিল ৭, ২০২৫, ১২:৪৫ পিএম জিম্মির পর জয়ার তাণ্ডব

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বেশ বিরতির পর কাজ করেছেন ঢাকাই সিনেমায়। রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় তাঁকে দেখা যাবে। ঈদের আগে চুপিসারে সিনেমার দৃশ্যধারণে অংশ নিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। সিনেমায় তিনি অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে। যদিও এ নিয়ে এখনও মুখ খোলেননি জয়া। 
সিনেমার গল্পটা একটু অন্য রকম– এমনই ইঙ্গিত দিয়েছিলেন নির্মাতা। এ সিনেমায় শাকিবের বিপরীতে জয়া অভিনয় না করলেও তিনি সিনেমার প্রধান একটি নারী চরিত্রে থাকছেন বলে জানা গেছে। এ সিনেমা দিয়ে এক যুগ পর পর্দায় দর্শক আবারও দেখবেন শাকিব-জয়ার রসায়ন। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ সিনেমায় অভিনয়ের পর একসঙ্গে আর অভিনয় করেনি এ জুটি। জানা যায়, এ সিনেমায় শুধু জয়াই নন, সঙ্গে থাকবেন আরও একজন দেশি নায়িকা। তাঁর নাম এখনও চূড়ান্ত হয়নি। আইটেম গানেও চমক হিসেবে হাজির হবেন জনপ্রিয় আরও এক চিত্রনায়িকা।
এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় সাবিলা নূরের অভিনয়ের কথা শোনা গেলেও প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে তা অস্বীকার করা হয়েছে। অ্যাকশনধর্মী সিনেমা হবে ‘তাণ্ডব’। এটি প্রযোজনা করছে আলফা আই-এসভিএফ বাংলাদেশ। সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে অনেক আগেই। গত ফেব্রুয়ারিতে এর দৃশ্যধারণ শুরু হওয়ার কথা ছিল। নানা কারণে সেটি হয়নি। গত ২৪ মার্চ শুরু হয়েছে সিনেমার দৃশ্যধারণ। পরিচালকের সঙ্গে যৌথভাবে সিনেমার চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান, যিনি ‘তুফান’ সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। নির্মাতা সূত্রে জানা যায়, সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যেই নির্মিত হতে যাচ্ছে। গত ২৮ মার্চ শাকিবের জন্মদিনে প্রকাশ হয়েছে সিনেমার ফার্স্ট লুক। 
এদিকে, একসঙ্গে খুব বেশি কাজ না করলেও জয়া আহসান ও শাকিব খান দু’জনই আলাদা ব্যস্ত ছিলেন কাজ নিয়ে। জয়া আহসান ঢাকার পাশাপাশি কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেন। সেখানকার সিনেমা নিয়ে তাঁর ব্যস্ততা চোখে পড়ার মতো। দেশের প্রেক্ষাগৃহে গত বছর মুক্তি পেয়েছিল তাঁর দুটি সিনেমা।
এবারের ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় তাঁর অভিনীত সিরিজ ‘জিম্মি’। এটি নির্মাণ করছেন আশফাক নিপুণ। এ সিরিজ দিয়েই প্রথমবার প্রধান চরিত্রে ওটিটিতে যাত্রা শুরু করলেন এ অভিনেত্রী। এর আগেও তাঁকে ওটিটিতে দেখা গেছে। নুহাশ হুমায়ূনের ‘ষ-২’ সিরিজে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।   

Side banner