• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

ঈদের ৫ম দিনেও দাগির দাপট


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন ডেস্ক এপ্রিল ৫, ২০২৫, ০৮:৩১ পিএম ঈদের ৫ম দিনেও দাগির দাপট

দেশের চলচ্চিত্রাঙ্গনে এমন ঈদ যেন বারবার দেখতে চাইবেন শোবিজাঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষেরাও। প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়, টিকিট সংকট, দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া সবমিলিয়ে দারুণ সময় পার করেছেন সিনেমা সংশ্লিষ্টরা। 
এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোট ৬টি ছবি- ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’ ও  ‘অন্তরাত্মা’। এর মধ্যে চারটি সিনেমা বেশ আলোচিত ছিল। প্রেক্ষাগৃহেও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই সিনেমাগুলো। 
ঈদের প্রথম সপ্তাহে এখনও মাল্টিপ্লেক্সসহ সিঙ্গেল স্ক্রিনে চুটিয়ে ব্যবসা করছে এই চারটি ছবি। তাই দর্শকমহলেও স্বাভাবিকভাবে সিনেমাগুলোর আয় নিয়ে জানার আগ্রহ তৈরি হয়েছে। যেহেতু বাংলাদেশে কোনো বক্স অফিস কালেকশনের রেকর্ড নেই, সে হিসেবে সিঙ্গেল স্ক্রিন থেকে ঈদে মুক্তির ৫ম দিন পর্যন্ত কোন সিনেমা কত টাকা আয় করেছে তা সহজে জানার খুব একটা সুযোগ নেই। 
তবে চলচ্চিত্র বিশ্লেষক তানভীর খালেদের দেওয়া তথ্যমতে ঈদের সিনেমাগুলোর মাল্টিপ্লেক্স থেকে ৫ম দিনের আয় জানা যাচ্ছে। 
দাগি
আয়ের দিক থেকে দ্বিতীয়তে রয়েছে আফরান নিশোর দাগি। প্রতিদিনই মাল্টিপ্লেক্সে দাগির আয়ের পরিমাণ বেড়েছে। এই সিনেমার ৫ দিনে গ্রস কালেকশনে কেবলই উপরের দিকে উঠেছে। ৫ম দিনেও মাল্টিপ্লেক্সে সিনেমাটি আয় করেছে প্রায় ৩২ লাখ টাকা। নিশো-তমা মির্জার এই সিনেমার ৫ দিনে মাল্টিপ্লেক্স থেকে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। 
মাল্টিপ্লেক্স বাদেও দেশের বেশ কিছু সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছে দাগি। সেদিক থেকে এই সিনেমার আয় ইতোমধ্যেই দুই কোটি ছাড়িয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। 

Side banner