• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

কামাখ্যা দর্শনে গিয়ে বিতর্কে সারা আলি খান


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন ডেস্ক এপ্রিল ৫, ২০২৫, ০৩:২৭ পিএম কামাখ্যা দর্শনে গিয়ে বিতর্কে সারা আলি খান

বলিউড অভিনেত্রী সারা আলি খানকে মাঝে মাঝেই নানা মন্দির ও তীর্থস্থানে দেখা যায়। এর আগেও বিভিন্ন মন্দিরে পুজা পাঠ করেছেন তিনি। বলা বাহুল্য, পরিবার সুত্রে দুই ধর্মের আচার কমবেশি পালন করেন সাইফ-অমৃতা কন্যা। 
এবার কামাখ্যা দেবীর দর্শন করতে গুয়াহাটি গিয়েছিলেন সারা। সেখান থেকে ইনস্টাগ্রামে বেশ কিছু ছবিও ভাগ করে নেন অভিনেত্রী। সেখানে সাদা পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। এছাড়াও তার পরনে ছিল সাদা চুড়িদার, সঙ্গে সাদা ওড়না দিয়ে মাথা ঢেকেছিলেন তিনি।
পুজা পাঠের সময় সারার কপালে ছিল লাল সিঁদুর। তাছাড়াও সারাকে এক নদীর তীরে মগ্ন হয়ে বসে থাকতে দেখা যায়। 
জানা গেছে, নবরাত্রি উপলক্ষেই সারা আলি খান সেই দেবীর দর্শনে যান। সারার এসব ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা মন্তব্যে ভরিয়ে দেন তাকে। তবে মিশ্র প্রতিক্রিয়া এসেছে ভক্তদের থেকে। কিছু নেটিজেনরা যেমন সারাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, অনেক দেবীর কৃপা প্রার্থনাও করছেন। অন্যদিকে, অভিনেত্রীর নিজ ধর্মকে প্রশ্নবিদ্ধ করার প্রসঙ্গও তুলেছেন।
যেমন এক নেটিজেন সারার ধর্মের প্রসঙ্গ টেনে লেখেন, ‘মুসলিম হওয়ার পরেও এটা করা উচিত নয়। আমি সকল ধর্মকে সম্মান করি। কিন্তু মুসলিমদের জন্য এটা পাপ। আল্লাহ এটা পছন্দ করবেন না। আল্লাহকে খুশি করতে হবে, মানুষকে নয়।’ 
আর একজন ব্যবহারকারী লেখেন, ‘তুমি কেন ইসলামিক উৎসবের কোনও ছবি শেয়ার করো না’, একজন অভিনেত্রীকে নাম বদলানোর পরামর্শ দিয়েছেন। তিনি লিখেছেন, ‘সারা নাম বদলে সীতা রাখো, এটাই ভালো হবে।’

Side banner