• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

ভক্তদের নিজের বাগানের সবজি দেখালেন জয়া


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন ডেস্ক  এপ্রিল ৪, ২০২৫, ০৩:৪৬ পিএম ভক্তদের নিজের বাগানের সবজি দেখালেন জয়া

দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের অভিনয়ের বাইরে সখের কাজগুলোর একটি ছাদ বাগান। এবার সেই বাগানের টাটকা সবজি তুলে ভক্তদের দেখালেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার (৩ এপ্রিল) জয়া তার ছাদ বাগানের কিছু টাটকা সবজি সংগ্রহ করেছেন। এর ছবি তিনি ফেসবুকে প্রকাশ করেছেন। এর ক্যাপশন জয়া ইংরেজিতে লিখেছেন। যার অর্থ দাঁড়ায়, ‘বাগান থেকে টাটকা সবজি সংগ্রহ করলাম। ’ তার প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুই জাতের কুমড়া, পাকা মরিচ ও লাউ।
জয়ার এ ছবি দেখে তার ভক্তরা আনন্দিত, তার ছবির মন্তব্যগুলো দেখেই বোঝা যায়। ইমতু নামের একজন জয়ার এ সবজির প্রশংসা করে লেখেন, ‘শুধু ফ্রেশ নয়, দেখতেও দারুণ। ’ মো. ফয়সাল লোখেন, ‘আপা আপনার ফার্ম হাউস কোথায়?’
এদিকে সম্প্রতি জয়া আহসান ভারতের পশ্চিমবঙ্গ থেকে ‘জয় ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল ২০২৫’-এ পুরস্কৃত হয়েছেন। সেখান থেকে তিনি ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন।
এর আগে অভিনয়ের জন্য কলকাতার জয় ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন জয়া আহসান। অ্যাওয়ার্ড জয়ের পর সামাজিকমাধ্যমে জয়া লেখেন, এ বছর গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমকে ধন্যবাদ। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।
এদিকে গেল (২৮ মার্চ) মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ওয়েব সিরিজ ‘জিম্মি’। এই সিরিজে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিব্লু, মুনিরা বেগম মিমি, শাহাদত শিশিরসহ আরও অনেকে। ‘জিম্মি’ পরিচালনা ও চিত্রনাট্যের কাজটা সামলেছেন আশফাক নিপুন।

Side banner