• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

যৌন হয়রানির অভিজ্ঞতা জানালেন অঞ্জলি


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন প্রতিবেদক এপ্রিল ৪, ২০২৫, ০৩:১৬ পিএম যৌন হয়রানির অভিজ্ঞতা জানালেন অঞ্জলি

‘ডাব্বা কার্টেল’ ছবিতে অঞ্জলি আনন্দের অভিনয় দর্শকের নজর কেড়েছিল। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে রণবীর সিংয়ের বোনের ভূমিকাতেও দেখা গিয়েছিল অঞ্জলিকে। অথচ মাত্র আট বছর বয়সে এই অভিনেত্রী তার নাচের শিক্ষকের কাছে যৌন হয়রানির শিকার হয়েছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন। তিনি বলেন, শৈশবে লাগাতার হেনস্তার শিকার হয়েছি এবং সেই স্মৃতি আজও আমাকে তাড়া করে বেড়ায়।
সাক্ষাৎকারে অঞ্জলি জানিয়েছেন, মাত্র আট বছর বয়সে তিনি তাঁর বাবাকে হারিয়েছেন। এরপরই তাঁর নাচের শিক্ষক তাঁদের গোটা পরিবারকে নিয়ন্ত্রণ করতে শুরু করেন। এমনকি তাঁর শৈশবও সেই গুরুর হাতে বন্দি হয়ে যায়। সেই গুরুর কাছেই লাগাতার যৌন হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী।
অঞ্জলি বলেছেন, আমি বুঝতে পারছিলাম না তখন কী করা উচিত। সেই সময় আমার বয়স মাত্র আট বছর। বাবার মৃত্যুর পর আমার নৃত্য গুরু বলতে শুরু করেন তিনিই নাকি আমার বাবা। শিশু বয়সে সেই কথা আমি বিশ্বাসও করেছিলাম। তাছাড়া আমার কোনও উপায় ছিল না।
তিনি আরও বলেন, সেই গুরু এরপর থেকে ধীরে ধীরে আমায় স্পর্শ করতে শুরু করেন। একদিন হঠাৎ আমার ঠোঁটে চুমু খেয়ে বলেন, বাবারা এমনই করেন। এরপর আমার জীবন অনেকটাই তিনি নিয়ন্ত্রণ করতে শুরু করেন।
অভিনেত্রী জানিয়েছেন এই নৃত্যগুরুর হাত থেকে মুক্তি পেতে তাঁকে ১৪ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়। অবশেষে তাঁর প্রথম প্রেমিক এসে নাকি তাঁকে এই নৃত্যগুরুর কবল থেকে উদ্ধার পেতে সাহায্য করে।

Side banner