মহান বিজয় দিবস-২০২৪ ও নীলফামারীর ঐতিহ্যবাহী শতবর্ষী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ডোমার নাট্য সমিতির ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের ১৩২ বছরে পদার্পণ উপলক্ষ্যে বিজয় সাংস্কৃতিক উৎসব-২০২৪ এর চতুর্থ দিনে মঞ্চায়িত হয়েছে নাটক ‘নীল ললিতার গীত’।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত বিজয় সাংস্কৃতিক উৎসবের চতুর্থ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার। এতে সভাপতিত্ব করেন ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মোঃ মাসুদ বিন আমিন সুমন।
এদিন রংপুর নাট্য কেন্দ্রের পরিবেশনায় এবং সায়িক সিদ্দিকীর রচনা ও পরিচালনায় মঞ্চায়িত হয় মঞ্চনাটক ‘নীল ললিতার গীত’। এতে অভিনয় করেন রংপুর নাট্য কেন্দ্রের নাট্যাভিনেতা ও কুশীলবরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন- ডোমার নাট্য সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, সিপিবির উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলাল, নাট্য সমিতির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।
ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ মিজানুর রহমান সোহাগের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- রংপুর নাট্যকেন্দ্রের সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদ, ডোমার নাট্য সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান চয়ন, স্পন্দন নৃত্য একাডেমির মোছাঃ নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসী, ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক শ্রী পরশ কুমার চন্দ, সপ্তসুর সঙ্গীত একাডেমির সাধারণ সম্পাদক শ্রী জয়দেব মোহন্ত জয় প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ।
আপনার মতামত লিখুন : :