• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

বিজয় দিবসে বিয়ে করলেন নায়িকা শশী


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন ডেস্ক ডিসেম্বর ১৭, ২০২৪, ১০:০৩ এএম বিজয় দিবসে বিয়ে করলেন নায়িকা শশী

নায়িকা শারমীন জোহা শশী। পরিচালক কোহিনূর আক্তার সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে টুনী চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পরিচিতি পান। 
এদিকে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়াভাবে সোমবার (১৬ ডিসেম্বর) বিয়ে করেছেন এ অভিনেত্রী।
শারমীন জোহা শশী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন। যেখানে বর খালিদ হোসাইনের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা বিবাহিত।’
এরপর বলেন, ‘পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়াভাবে এক অনুষ্ঠানে বিয়ের মাধ্যমে জীবনের এই নতুন অধ্যায় শুরু করেছি। আপনাদের ভালবাসা এবং প্রার্থনা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের জন্য দোয়া করবে।’
পোস্টের কমেন্ট বক্সে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। ‘অভিনেতা রওনক হাসান লিখেছেন, অভিনন্দন অভিনন্দন আমার প্রিয় দুজন তোমাদের নতুন জীবন সুন্দর হোক, মনের মতো হোক।’ 
বিয়ে প্রসঙ্গ নিয়ে শশী গণমাধ্যমকে জানান, প্রায় দেড় বছর আগে তাদের পরিচয় হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের কথা হতো। চার-পাঁচ মাস আগে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

Side banner