ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমীর জন্মদিন আজ (৩ নভেম্বর)। জীবনের ৫০টি বসন্ত পেরিয়ে ৫১-তে পা রাখলেন তিনি। বয়স যেন শুধুই তার কাছে সংখ্যা মাত্র। এই বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী। অভিনয় ক্যারিয়ারে প্রশংসা কুড়ানোর পাশাপাশি পেয়েছেন ‘প্রিয়দর্শিনী’ তকমাও।
বর্তমানে আমেরিকায় বসবাস করছেন মৌসুমী। এবারও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেই জন্মদিন উদযাপন করবেন তিনি। তবে চলতি বছর দিনটি উপলক্ষে বিশেষ কোনো আয়োজন নেই। গেল বছরের অক্টোবরে সেখানে যাওয়ার পর আর দেশে ফেরা হয়নি মৌসুমীর। আপাতত তিনি দেশে ফিরবেন না বলেও জানান এই চিত্রনায়িকা।
জন্মদিন প্রসঙ্গে গণমাধ্যমকে মৌসুমী বলেন, ‘জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমার একমাত্র কন্যা ফাইজার খুব ইচ্ছা আমি যেন ঘরে থেকে শুধু তাকেই সময় দেই। তাই মেয়েকেই সময় দেবো। যদি সময় সুযোগ হয় তাহলে আশপাশেই ফাইজাকে নিয়ে একটু ঘুরতে বের হবো।
তিনি আরও বলেন, বাসায় নিজের হাতেই রান্না করব, একটা কেকও বানাবো আমি। তবে সানী (স্বামী) এবং ফারদিনকে (ছেলে) ভীষণ মিস করবো। তারা সঙ্গে থাকলে হয়তো সময়টা আরও বেশি ভালো লাগার, আনন্দের হয়ে উঠত। ভক্ত-দর্শকসহ দেশবাসীর কাছে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া চাই।
১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবা নাজমুজ্জামান মনি এবং মা শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন। পরে ১৯৯২ সালে টেলিভিশনের বাণিজ্যিকধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন পর্দায়।
মাত্র ২০ বছর বয়সে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মৌসুমীর। এরপর অসংখ্য হিট সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি গান গাওয়া, সিনেমা পরিচালনা এবং প্রযোজনাও করেছেন মৌসুমী। ওমর সানীর সঙ্গেও তার জুটি বেশ জনপ্রিয় হয়েছিল। ক্যারিয়ারে অনেক পুরস্কার অর্জনের পাশাপাশি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।
ব্যক্তিগত জীবনে ১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়ক ওমর সানীকে বিয়ে করেন মৌসুমী। ঢালিউডের সবচেয়ে সুখী ও স্টাইলিশ তারকা দম্পতি বলা হয় তাদের। তাদের সংসারে ফারদিন এহসান স্বাধীন এবং ফাইজা নামের দুটি সন্তান রয়েছে।
বর্তমানে নিজের সেবামূলক প্রতিষ্ঠান ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ দেখাশুনা করেন মৌসুমী। এছাড়াও একজন ফ্যাশন ডিজাইনার হিসাবেও কাজ করেন তিনি। রাজধানীর বসুন্ধরা সিটি মার্কেটের পোশাক ব্যান্ড ‘লেডিস’র মালিকানার দায়িত্বে রয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন : :