ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ছলিমাবাদ গ্রামে উদ্বোধন করা হল মা ফাতেমা তুজ জোহরা হাফিজিয়া মহিলা মডেল মাদ্রাসা। আহলে সুন্নাত ওয়াল জামায়াত এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে। আরবির পাশাপাশি বাংলা ও ইংরেজি শিক্ষার ব্যবস্থা আছে অত্র মাদ্রাসায়।
বৃহস্পতিবার (৬ মার্চ) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছলিমাবাদ ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। প্যানেল চেয়ারম্যান এলাকার উন্নয়নের কর্মসূচী হিসেবে উক্ত প্রতিষ্ঠানে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিব উল্লাহ আল-কাদেরীর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মোহাম্মদ সারোয়ার রেজা আল-কাদরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কারী মাওলানা আলমগীর হোসেন আল-কাদরী, হাফেজ মাওলানা তাহমিদ আহমেদ, মাওলানা মো. নুরে আলম সিদ্দিকী, মাওলানা আল আমীন আততারী, ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক এম এ মতিন, ইসলামিয়া প্রিপ্রারেটরী স্কুল এর প্রধান শিক্ষক আলমগীর হোসেন, ছলিমাবাদ ইউনিয়ন যুবদলের আ. হক প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন : :