কুমিল্লার হোমনায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো জ্বালিয়ে কর্মক্ষেত্র থেকে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মুঃ মুর্শিদ মিঞা কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার আছাদপুর ইউনিয়ন পাথালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যাওয়া আরো তিন জন শিক্ষককে এই বিদায় সংবর্ধনা দিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
এতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনাজ পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বেসামরিক কর্মকর্তা সিভিল ইঞ্জিনিয়ার মো. জাফরুল্লাহ সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম কাশীনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল গনি, অত্র বিদ্যালয়ের দাতা সদস্যের উত্তরাধিকারী আকবর হোসেন সরকার, হোমনা মডেল সরকারি-২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, বড় ঘাগুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কাজল মিয়া, ইউপি সদস্য জাকির হোসেন, প্রাক্তন শিক্ষার্থী আরাফাত হোসেন সরকার সহ স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ২৫ বছর শিক্ষকতা করেছেন, ওনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বিদীর্ণ হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। এ বিদ্যালয়টি ১৯৪০ সালে স্থাপিত হয়ে সুনামের শহীদ এবছর গৌরবময় ৮৫ বছরে পা রেখেছি।
পরে অবসর প্রাপ্ত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঃ মুর্শিদ মিঞা, সাবেক প্রধান শিক্ষক আবু ইউসুফ মোল্লা, সহকারী শিক্ষক মো. মতিয়র রহমান (মাতু), সহকারী শিক্ষিকা নাছিন আক্তার কে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা, সম্মানসূচক ক্রেস্ট সহ বিভিন্ন উপহার প্রদান করেন।
আপনার মতামত লিখুন : :