ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হলো প্রাতিষ্ঠানিক পর্যায়ের স্কিলস কম্পিটিশন ২০২৫।
কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল হকের সভাপতিত্বে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অতিরিক্ত সচিব, কারিগরি ও মাদ্রাসা বিভাগ ড. মো. আয়াতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।
এই প্রতিযোগিতায় চারটি ট্রেডের শিক্ষার্থীরা পাঁচটি বিষয়ের ওপর দক্ষতা প্রদর্শন করেন। এতে শিক্ষার্থীরা নিজেদের কারিগরি জ্ঞান ও দক্ষতা যাচাই করার সুযোগ পান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীফ ইনস্ট্রাক্টর মো. আমান উল্লাহ, শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীরা। অতিথিরা কারিগরি শিক্ষার গুরুত্ব ও দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন এবং প্রতিযোগীদের উৎসাহিত করেন।
স্কিলস কম্পিটিশন ২০২৫ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হবে বলে আশা করা যায়।
আপনার মতামত লিখুন : :