• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

দায়িত্ব গ্রহণ করলেন ইবি টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির


বাঞ্ছারামপুর বার্তা | ইবি প্রতিনিধি অক্টোবর ২২, ২০২৪, ০৪:১৮ পিএম দায়িত্ব গ্রহণ করলেন ইবি টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি)'র নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি পরিচালকের কক্ষে দায়িত্বগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। পরবর্তী ১ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. এ.কে.এম. রাশেদুজ্জামান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন, লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মোঃ তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. আলীনুর রহমান, অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু সিনা ও অধ্যাপক ড. মোঃ মিজানূর রহমান, অধ্যাপক ড. রাশিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের সদস্য, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।
সদ্য দায়িত্বপ্রাপ্ত টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, এই সামান্য পদে আমাকে যেভাবে সবাই বরণ করে নিয়েছেন তাদের সকলের প্রতি আমি সত্যিই আন্তরিকভাবে কৃতজ্ঞ। অল্প সময়ের মধ্যে আমার প্রতি সকলের প্রত্যাশা অনেক বেশি। আমি চেষ্টা করবো সকলের প্রত্যাশা পূরণ করার, টিএসসিসিকে একটি আধুনিক ও যুগোপযোগী ভাবে সাজানোর। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

Side banner