• ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.
২০% লভ্যাংশ ঘোষণা

আইডিএলসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩২ শতাংশ


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২০, ২০২৫, ০৩:১৬ পিএম আইডিএলসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩২ শতাংশ

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে নিট মুনাফা বেড়েছে ৩২ দশমিক ৩২ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরে আইডিএলসির সমন্বিত কর-পরবর্তী মুনাফা হয়েছে ২০০ কোটি ২৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৫১ কোটি ৩৬ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত মুনাফা বেড়েছে ৩২ শতাংশের বেশি। আলোচ্য হিসাব বছরে আইডিএলসির এককভাবে কর-পরবর্তী মুনাফা হয়েছে ১৬৭ কোটি ৩০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১০৯ কোটি ৩৬ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির এককভাবে মুনাফা বেড়েছে ৫২ দশমিক ৮৫ শতাংশ।
সমাপ্ত ২০২৪ হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ২৬ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্স বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩ জুন বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের ইপিএস হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৬১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪৫ টাকা ৭১ পয়সায়।
কোম্পানিটির সর্বশেষ সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।
১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইডিএলসির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৪১৫ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৩৫৮ কোটি ২১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪১ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৪৮৪। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫৬ দশমিক ৬৬ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২৮ দশমিক ১২, বিদেশী বিনিয়োগকারী দশমিক ৩৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৪ দশমিক ৮৫ শতাংশ শেয়ার রয়েছে।

Side banner