• ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অনুদান দিল সাউথইস্ট ব্যাংক


বাঞ্ছারামপুর বার্তা এপ্রিল ১০, ২০২৫, ০৯:১৪ পিএম খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অনুদান দিল সাউথইস্ট ব্যাংক

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে আর্থিক সহায়তা দিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। ব্যাংকের বিশেষ সিএসআর তহবিল থেকে এ সহায়তা দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নূর উন নবীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলোজি বিভাগের প্রধান অধ্যাপক মো. রেজাউল ইসলাম, অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও অধ্যাপক ড. মো. মতিউল ইসলাম।
সাউথইস্ট ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দীন খান, আবিদুর রহমান চৌধুরী ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিএসআর বিভাগের প্রধান মো. মুশফিকুর রহমান অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, এর আগে সাউথইস্ট ব্যাংক দেশের কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে অনুরূপ আর্থিক সহায়তা দিয়েছে। বিজ্ঞপ্তি

Side banner