• ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান হলেন আহসান খান চৌধুরী


বাঞ্ছারামপুর বার্তা | অর্থনৈতিক ডেস্ক মার্চ ২৩, ২০২৫, ০৩:২৩ পিএম মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান হলেন আহসান খান চৌধুরী

মিডল্যান্ড ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী। গত ২০ মার্চ অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৬৫তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আহসান খান চৌধুরী মিডল্যান্ড ব্যাংকের অন্যতম স্পন্সর পরিচালক এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির সদস্য। এছাড়া তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আহসান খান চৌধুরী যুক্তরাষ্ট্রের ওয়ার্টবার্গ কলেজে পড়াশোনা করেছেন এবং ১৯৯২ সালে পরিচালক হিসেবে প্রাণ-আরএফএল গ্রুপে যোগদান করেন। তিনি প্রাণ-আরএফএল গ্রুপে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম তত্ত্বাবধান করেন এবং ব্যবসা পরিচালনায় দক্ষ নেতৃত্ব প্রদর্শন করেন।
তিনি প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্রাণ ও আরএফএল এফএমসিজি এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দুটি অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড, যেখানে বিভিন্ন খাতে ১ লাখ ৪৫ হাজারের বেশি কর্মী কর্মরত।

Side banner