মেঘনা ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিল্পপতি তানভীর আহমেদ। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে তৈরি পোশাক ও নির্মাণ শিল্পসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত।
তানভীর আহমেদ ইন্দোনেশিয়ায় বিবিএ সম্পন্নের পর সেখানেই ব্যবসা-বাণিজ্যের সঙ্গে নিজেকে যুক্ত করেন। ২০০৭ সালে তিনি বাংলাদেশে এলিগ্যান্ট গ্রুপ প্রতিষ্ঠা করেন এবং দেড় যুগের বেশি সময় ধরে এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। তৈরি পোশাক খাতে অসাধারণ অবদানের জন্য সরকার কর্তৃক তিনি সিআইপি খেতাব পেয়েছেন।
তানভীর আহমেদের হাত ধরেই দুবাই, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার রিয়েল এস্টেট খাতের মেগা প্রকল্পগুলো গড়ে উঠেছে। বিজ্ঞপ্তি
আপনার মতামত লিখুন : :