উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, ভ্রাতৃপ্রতিম দেশ আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক যোগসূত্র এ সম্পর্ককে শক্তিশালী করেছে। এর মাধ্যমে দুদেশের জনগণের সম্পর্ক নিবিড় হবে।
রবিবার (৫ জানুয়ারি) বিকেলে বাণিজ্য উপদেষ্টার সচিবালয়স্থ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, আমাদের বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে হবে। আলজেরিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধিকে সম্ভাবনার নতুন ক্ষেত্র বলে অবিহিত করেন তিনি।
এসময় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের জনশক্তিকে কাজে লাগিয়ে আলজেরিয়ার ভূমি ব্যবহার করে কৃষির বিকাশে (কন্ট্রাক্ট ফার্মিং) কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, আলজেরিয়ায় বাংলাদেশের তৈরি পোশাকপণ্যসহ সব পণ্যের বাজার রয়েছে। বিদ্যমান সুযোগকে বাংলাদেশের কাজে লাগানো উচিত। এসময় আলজেরিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান তিনি।
আবদেলোহাব সাইদানি আরও বলেন, রমজান উপলক্ষে আলজেরিয়া থেকে উন্নত মানের খেজুর আমদানি হয়। সার ও জ্বালানি বিষয়েও বাণিজ্য বাড়ানোর সুযোগ আছে।
রাষ্ট্রদূত বাংলাদেশে টেক্সটাইল ও ফার্মাসিউটিক্যালস খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে উভয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য পরিস্থিতি ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আপনার মতামত লিখুন : :