• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছুটির দিনেও ক্রেতাশূন্য 


বাঞ্ছারামপুর বার্তা | অর্থনৈতিক ডেস্ক জানুয়ারি ৩, ২০২৫, ০৪:২৮ পিএম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছুটির দিনেও ক্রেতাশূন্য 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর এখনও সেভাবে জমে ওঠেনি। পহেলা জানুয়ারি উদ্ধোধনের পর কাঙ্খিত ক্রেতা-দর্শনার্থী না থাকলেও আজ সরকারি ছুটির দিন থেকে মেলায় প্রাণ ফেরার প্রত্যাশা ছিল ব্যবসায়ীদের। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি অনেকটা কম।
ব্যবসায়ীরা পণ্যের পসরা সাজিয়ে বসলেও ক্রেতা-দর্শনার্থীদের দেখা মিলছে না। মেলার প্রাঙ্গণ অনেকটা ফাঁকা। ছুটির দিনে এমন বৈরী আবহাওয়ায় হতাশ তারা।
বিক্রয় কর্মীদের আশা, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শনার্থীর সংখ্যা বাড়বে। তিনি বলছেন, দিনের শুরুতে বেচা-বিক্রি থাকে না। বিকাল নাগাদ শুরু হয়। সপ্তাহিক ছুটির দিনে ক্রেতা সমাগম বাড়ে। এ দিন ব্যবসাও ভালো হয়। কিন্তু শীতের কারণে হোঁচট খাচ্ছে। বাইরে বাতাসের কারণে কেউ কেউ প্যাভিলিয়ন ও স্টলে ঢুকে বের হতে চাচ্ছেন না। নিজেদের পছন্দের পণ্য এবং বিভিন্ন অফার যাচাই করছেন তারা।
মেলায় এবার ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। এর মধ্যে ৩৫১টিই দেশীয় প্রতিষ্ঠানের স্টল-প্যাভিলিয়ন। বাকি ১১টি স্টল ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া এই ৭ দেশের।
মাসব্যাপী এ মেলা সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। মেলায় প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের কার্ড দেখিয়ে বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

Side banner