• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

৫ মাসে এক টাকাও খরচ করতে পারেনি স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়


বাঞ্ছারামপুর বার্তা | অর্থনৈতিক ডেস্ক ডিসেম্বর ১৬, ২০২৪, ১০:৩৬ এএম ৫ মাসে এক টাকাও খরচ করতে পারেনি স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ১২ দশমিক ২৯ শতাংশ। এই পাঁচ মাসে একটি টাকাও খরচ করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া ১০ মন্ত্রণালয় ও বিভাগ এডিপি বাস্তবায়নে ৫ শতাংশেও পৌঁছাতে পারেনি।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকে আন্দোলন ও পরে অগাস্টে ক্ষমতার পালাবদল হয়। এতে সৃষ্টি হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি ছিল প্রশাসনে রদবদল। এর ধাক্কায় সরকারি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে এ ধীরগতি চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রবিবার (১৫ ডিসেম্বর) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) দেওয়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) হালনাগাদ তথ্যে এমন চিত্র উঠে এসেছে। এডিপি বাস্তবায়নের দিক থেকে বিগত ৫ বছরে এটাই সর্বনিম্ন বাস্তবায়ন।
চলতি অর্থবছরের পাঁচ মাস পেরিয়ে গেলেও একটি টাকাও খরচ করতে পারেনি পরাষ্ট্র মন্ত্রণালয়। অথচ এ সময়ে এই মন্ত্রণালয়ের মোট বরাদ্দ ১৪৩ কোটি ১৬ লাখ টাকা। চলতি অর্থবছের ১৩ প্রকল্পে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের মোট বরাদ্দ আছে ৪ হাজার ৯৩৬ কোটি টাকা। তবে পাঁচ মাসে একটি টাকাও খরচ হয়নি। অভ্যান্তরীণ সম্পদ বিভাগেরও বেহালদশা। ৮ প্রকল্পে এই বিভাগে মোট বরাদ্দ ৭৫৪ কোটি টাকা। খরচ হয়নি একটি টাকাও।
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে একাধিক মন্ত্রণালয় ও বিভাগ ৫ শতাংশও এডিপি বাস্তবায়ন করতে পারেনি। স্বাস্থ্য সেবা বিভাগে ২ দশমিক ৯১, জননিরাপত্তা বিভাগে ২ দশমিক ৯১, সুরক্ষা সেবা বিভাগে ৩ দশমিক ৬৯, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক দশমিক ২৪, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ৩ দশমিক শূন্য ৪, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৪ দশমিক ১৫, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ২ দশমিক ২১ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে।
আইএমইডি জানায়, এডিপি বাস্তবায়নে শীর্ষে রয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ বিভাগে পাঁচ মাসে এডিপি বাস্তবায়নের হার ২০ দশমিক ৩১ শতাংশ।
টাকার অংকে পাঁচ মাসে মোট ব্যয় হয়েছে ৩৪ হাজার ২১৪ কোটি ৫৫ লাখ টাকা। তবে এ সময়ে মোট বরাদ্দ ছিল ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে পাঁচ মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ১৭ দশমিক শূন্য ৬ শতাংশ। এর আগে ২০২২-২৩ অর্থবছরে ছিল ১৮ দশমিক ৪১, ২০২১-২২ অর্থবছরে ১৮ দশমিক ৬১ ও ২০২০-২১ অর্থবছরে ১৭ দশমিক ৯৩ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল। অর্থাৎ গত পাঁচ বছরে এবারই কম এডিপি বাস্তবায়ন হয়েছে।
চলতি অর্থবছরের নভেম্বর মাসে ১২ হাজার ২৩৬ কোটি টাকা ব্যয় হয়েছে, যা মোট বরাদ্দের মাত্র ৪ দশমিক ৪০ শতাংশ। এ অর্থবছরে মোট প্রকল্পের সংখ্যা এক হাজার ৩৫২টি।

Side banner