• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরের দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে হত্যা করলেন মা


বাঞ্ছারামপুর বার্তা | ফজলে রাব্বি রিফাত এপ্রিল ১৯, ২০২৫, ০৪:৪৩ পিএম বাঞ্ছারামপুরের দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে হত্যা করলেন মা

গাজীপুরের টঙ্গী থানার আরিচপুর এলাকায় শুক্রবার (১৮ এপ্রিল) ঘটে যায় এক হৃদয়বিদারক ঘটনা। বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা সালেহা বেগম, তার দুই শিশু সন্তান মালিহা আক্তার (৬) ও আবদুল্লাহ বিন ওমর (৪) কে বঁটি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ফ্ল্যাটের একটি কক্ষ থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই স্থান থেকে উদ্ধার করা হয় একটি রক্তমাখা বঁটি।
টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, ঘটনার পর সালেহা বেগম নিজেই পাশের বাসা থেকে আত্মীয়দের ডেকে আনেন। তার কথাবার্তা অসংলগ্ন মনে হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে এবং রাতেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন। তবে কী কারণে তিনি এমন ভয়ংকর কাণ্ড ঘটালেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
পুলিশ জানায়, যে ফ্ল্যাটে পরিবারটি ভাড়া থাকত, সেটির আশপাশে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ঘটনার দিন বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ফ্ল্যাটে সালেহা বেগম ছাড়া আর কেউ প্রবেশ বা বের হয়নি।
সালেহার মা শিল্পি বেগম জানান, সালেহা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার ছোট সন্তান আবদুল্লাহ দীর্ঘদিন ধরে মাইগ্রেনজনিত অসুস্থতায় ভুগছিল, যা সালেহাকে আরও মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।
ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ জানিয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

Side banner