শেরপুরে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তি কারারপাড়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে মো. আজিজুল হক (৭৫)।
রবিবার (১৩ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুরের শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ।
স্থানীয়রা জানান, অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজে গিয়েছিলেন শিশুটির মা। বাক ও শ্রবণ প্রতিবন্ধী বাবাও ছিলেন বাইরে। সুযোগ বুঝে এ দম্পতির সাড়ে তিন বছরের মেয়ে শিশুর ওপর যৌন নিপীড়ন চালিয়েছে প্রতিবেশী ওই বৃদ্ধ। বৃহস্পতিবার বিকেলে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কারারপাড় গ্রামে ঘটে এ ঘটনা। শেরপুরের একটি বেসরকারি হাসপাতালে দুই দিনের চিকিৎসা শেষে রবিবার বাড়িতে নেওয়া হয়েছে ভুক্তভোগী শিশুটিকে।
শিশুটির পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে শিশুটির বাড়িতে গিয়ে পানি খেতে চায় একই এলাকার ৭৫ বছর বয়সি মো. আজিজুল হক। এ সময় বাড়িতে কেউই ছিল না। মেয়েটির হাত থেকে গ্লাসের পানি পান করার পর রান্নাঘরে নিয়ে যৌন নিপীড়ন চালান এ বৃদ্ধ। এ ঘটনা জানাজানি হলে আজিজুল ও তার পরিবার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু স্থানীয় লোকজন শনিবার আজিজুলকে আটক করে পুলিশে তুলে দেয়। পরে রবিবার শিশুটির মা শ্রীবরদী থানায় মামলা করেন।
এ বিষয়ে ওসি আনোয়ার জাহিদ বলেন, এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।
আপনার মতামত লিখুন : :