• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

তজুমদ্দিনে ৫ বছরের শিশুকে মোবাইল দেখানোর প্রলোভনে ধর্ষণ


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার এপ্রিল ১৩, ২০২৫, ০৮:৪৭ এএম তজুমদ্দিনে ৫ বছরের শিশুকে মোবাইল দেখানোর প্রলোভনে ধর্ষণ

ভোলার আলোচিত ৫ বছরের শিশুকে মোবাইল দেখানোর প্রলোভনে ধর্ষণের ঘটনায় পলাতক আসামি মো. ফরিদকে (৪০) অভিযান চালিয়ে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 
শনিবার (১১ এপ্রিল) দুপুরে র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্প  ও নোয়াখালী র‌্যাব-১১ এর যৌথ অভিযানে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি।
তিনি বলেন, টাকা ও মোবাইল দেখানোর প্রলোভনে গত ৬ এপ্রিল সন্ধ্যায় ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর গ্রামে মো. ফরিদ তার নিজের বসতঘরের মধ্যে নিয়ে প্রতিবেশীর ৫ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ৭ এপ্রিল তজুমদ্দিন থানায় তার বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গোপন সংবাদের ভিক্তিতে শনিবার ফরিদকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। 
তিনি আরও বলেন, ফরিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলার তজুমদ্দিন থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Side banner