জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গান শোনানোর কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে। এ ছাড়া মেলান্দহে দাদার বিরুদ্ধে ছয় বছর বয়সী শিশুকে শাক তোলার কথা বলে নদীর পাড়ে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই দুই ঘটনায় গতকাল সোমবার (১০ মার্চ) মাদারগঞ্জ ও মেলান্দহ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার থেকে জানা গেছে, গতকাল দুপুরে মাদারগঞ্জ উপজেলার শিশুটিকে গান শোনানোর কথা বলে নিজের ঘরে নিয়ে যায় এক কিশোর। সেখানে সে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে ঘটনাস্থলে যান শিশুটির মা। তখন ওই কিশোর পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে গত ১৭ ফেব্রুয়ারি মেলান্দহ উপজেলায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদার বিরুদ্ধে গতকাল মামলা হয়।
এ বিষয়ে মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর শিশুটির পরিবার থানায় আসেনি এবং কোনো অভিযোগও করেনি। পরে শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন : :