ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামে রবিবার (৯ মার্চ) সকাল ৯ টায় ছোট ভাই কর্তৃক বড় ভাইয়ের স্ত্রী, শাশুড়ি, বেয়ান সহ তিন জনকে ব্যাপক মারধর গলা ও কান থেকে স্বর্ণের জিনিসসহ ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে ঘরের ভিতর তালা মেরে আটক করে রাখে। পরে বাঞ্ছারামপুর মডেল থানার একদল পুলিশ গিয়ে তালা ভেঙে উদ্ধার করে। তাদেরকে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহতরা হলেন তাহমিনা আক্তার, মাহফুজা বেগম, নাহিদা আক্তার।
শনিবার ইমান উদ্দিন ও তার স্ত্রী মায়ের সাথে কথা বলার সময় বাবু মিয়া ও আলী আকবর অতর্কিতে তাদের উপরে হামলা করলে গুরুতর আহত হয়। তারা বাঞ্ছারামপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহত ইমান উদ্দিন বলেন, আমাদের ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এলাকায় সালিশির মাধ্যমে মিমাংসা হয়ে যায়, আমরা রায় মতো চলছি। কিন্তু আমার ভাইয়েরা আমার উপরে বর্বর হামলা চালায়।
শিরিন আক্তার বলেন, দুই তিন বছর ধরে জমিজমা নিয়ে আমাদের মধ্যে বিরোধ ছিল। এলাকায় সালিশের মাধ্যমে মিমাংসাও হয়েছিল, কিন্তু তারপরেও তারা আমাদের উপরে হামলা চালায়। আপনারা আমাদেরকে একটি সুন্দর সুষ্ঠু সমাধান করে দেন, দেশ ও দশের কাছে বিচাব দাবি করছি।
রূপসদী ইউনিয়ন বিএনপির সভাপতি কুদ্দুস মেম্বার বলেন, আমরা এর আগেও বিষয়টি বিচার সালিশি করেছি, কিন্তু এই হামলা সমাজের ও আমাদের জন্য দুঃখজনক।
আলী আকবর ও বাবু মিয়াকে একাধিক বার ফোন দিলেও পাওয়া যায়নি। এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়।
এই নিয়ে থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, আমি অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেব। আসামিদের আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন : :