• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

সিলেটে এক রাতে তিন প্রবাসীর বাড়িতে ডাকাতি


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার ডিসেম্বর ২৮, ২০২৪, ০১:২১ পিএম সিলেটে এক রাতে তিন প্রবাসীর বাড়িতে ডাকাতি

সিলেটে একই রাতে তিন প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল প্রায় ২৩ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থসহ ৩৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া ডাকাতদের হামলায় দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সিলেটের ওসমানীনগরের উছমানপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের আব্দুর রবের ছেলে মামুন আহমদ ও লতিবপুর গ্রামের ছানাওর আলীর ছেলে মিজানুর রহমান ও পার্শ্ববর্তী আশিক আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উছমানপুর ইউনিয়নের লতিবপুর গ্রামের ছানাওর আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৬০), ছেলে হোসাইন আহমদ (২২) ও মাধবপুর গ্রামের সিরাজ মিয়া (৪০)। ডাকাতির তথ্যটি নিশ্চিত করেছেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে লতিবপুর গ্রামের প্রবাসী মিজানুর রহমানের বাড়িতে ১২/১৩ জনের ডাকাতদল হানা দেয়। ঘরে প্রবেশ করেই কোনো কিছু বোঝার আগেই মিজানের ছোট ভাই হোসাইন আহমদের মাথায় রড দিয়ে আঘাত করে আহত অবস্থায় একটি কক্ষে বেঁধে রাখে। পরে অন্য একটি কক্ষে হোসাইন আহমদের মা আনোয়ারা বেগমকে রড দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে ৬ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।
একই সময়ে পার্শ্ববর্তী মাধবপুর গ্রামের আব্দুর রবের ছেলে মামুন আহমদের বাড়িতে ৭/৮ জনের একটি ডাকাতদল ঘরে ঢুকে গৃহকর্মী সিরাজ মিয়াকে পিটিয়ে আহত করে। মামুনের ঘর থেকে ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও যুক্তরাজ্যের পাউন্ডসহ প্রায় ১ লাখ টাকা লুট করে ডাকতরা।
একই সঙ্গে লতিবপুর গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী আশিক মিয়ার ঘরে ডাকাতি সংগঠিত হয়। এসময় ১ ভরি স্বর্ণালংকার ও নগদ ১১শ টাকাসহ কিছু মালামাল লুটে নেন ডাকাতরা। এসময় আশিক মিয়ার পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না।
তিনটি বাড়িতেই কেচি গেট ও ঘরের দরজা ভেঙে ডাকাতরা প্রবেশ করে বলে জানা গেছে। 
লতিবপুর গ্রামের আশিক মিয়ার স্ত্রী পারভিন বেগম বলেন, আমি আমার বাপের বাড়ি ছিলাম। সকালে গ্রামে ডাকাতি হয়েছে শুনে বাড়িতে এসে দেখি আমার ঘরের কেচি গেট ও দরজা খোলা। আলমারিতে রাখা স্বর্ণালংকার ও টাকা নেই।
আহত হোসাইন আহমদ বলেন, রাত ৩টার দিকে কেচি গেইট ও দরজা ভেঙে ১২/১৩ জন ডাকাত ঘরে ঢুকে আমাদের মারধর করে ৬ ভরি স্বর্ণ লুটে নেয়। রড দিয়ে আমার মাথায় আঘাত করেছে এবং আমার মাকে মেরেছে। সকালে পুলিশ দেখে গেছে।
মাধবপুর গ্রামের মামুন আহমদ বলেন, আমরা ঘুমিয়ে ছিলাম। রাত ৩টার দিকে ৭/৮ জন ডাকাত কেচি গেট ও দরজা ভেঙে ঘরে ঢুকে ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা লুটে নেয়। এসময় তারা সিলেটি ও শুদ্ধ ভাষায় কথা বলে। প্রায় ৪৫ মিনিট ধরে আমার ঘরের সব আলমিরা ভেঙে তছনছ করে। এরপর আমাদের ঘরে বেঁধে রেখে যায়। ডাকাতরা চলে যাওয়ার সময় দুটি সিএনজিচালিত অটোরিকশার শব্দ শুনতে পেয়েছি।
এ ব্যাপারে সিলেটের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, আমার ওসমানী নগর থানার এরিয়াধীন এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।

Side banner