মৌলভীবাজারের কুলাউড়ার পৌর এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল হাসান এর নির্দেশনায় কুলাউড়া থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে হবিগঞ্জের বাহুবল উপজেলার উমরিতা গ্রামের মৃত জহুর আলীর ছেলে ফজলু মিয়া (৩৭)কে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। আটককৃত এর বিরূদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রূজু করা হয়েছে।
এব্যাপারে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, থানা এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বুধবার দুই কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে। সকালে আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন : :