ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে দিনে দুপুরে প্রকাশ্যে বালু উত্তোলনের সময় ১২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার মরিচাকান্দি সংলগ্ন মেঘনা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে দু’জনকে আটক করে জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন নরসিংদী সদর উপজেলার সুলতান বেপারীর ছেলে রিপন (৪৫), চাঁন মিয়ার ছেলে মো. এবাদুল্লাহ (৩৫)।
এ সময় তাদের থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ছয় লাখ টাকা করে নগদ ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযোগ রয়েছে, রিপন গং প্রভাব খাটিয়ে বেশ কিছুদিন যাবত অবৈধভাবে বেশ কয়েকটি ড্রেজার ব্যবহার করে প্রতিদিন লাখ লাখ টাকার বালু তুলে বিক্রি করে দিতো। এতে নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়েছিল মেঘনা নদীর পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের হাজারো পরিবার।
সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম বলেন, উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি মৌজার কানাইনগর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে কয়েকদিন যাবৎ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বালুদস্যুখ্যাত রিপন-এবাদুল্লা সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।
পরে তাদের মাটি ব্যবস্থাপনা ও বালুমহল আইনের সংশোধিত ২০২৩ এর ১৫ ধারায় প্রত্যেককে ৬ লাখ টাকা করে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
বাঞ্ছারামপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম জানান, মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করার অভিযোগে দু’জনের কাছ থেকে মাটি ব্যবস্থাপনা ও বালুমহল আইনে ১২ লাখ টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন : :