• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ধামরাইয়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় জব্দ ৪ ভেকু


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার এপ্রিল ২৯, ২০২৫, ০১:৪৩ পিএম ধামরাইয়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় জব্দ ৪ ভেকু

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে ৪টি ভেকু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ এপ্রিল) উপজেলার ধামরাইয়ে নান্নার ইউনিয়নের চাওনা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও মো. মামনুন হাসান অনীক।
উপজেলা প্রশাসন জানায়, এলাকাটির অন্তত ১০ একর জমি জুড়ে মাটি খেকো গোষ্ঠী দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটছিল। বিষয়টি অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে চারটি ভেকু জব্দ করে। তবে এ সময় অভিযুক্তরা পালিয়ে যায়। 
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামনুন আহমেদ অনীক বলেন, ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি ভেকু জব্দ করা হয়েছে। যারা ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটেছে, তাদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষি জমির মাটি রক্ষার্থে উপজেলা প্রশাসন সব সময় সোচ্চার রয়েছে। অভিযুক্তদের অচিরেই আইনের আওতায় আনা হবে। কৃষিজমির মাটি রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Side banner