ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বজ্রপাতে মানিক মিয়া (৬০) নামে একজন নিহত ও হানিফ মিয়া আহত (৬০) অপর একজন গুরুতর আহত হয়েছে। আহত হানিফ মিয়াকে গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের টিএসআই রনজন বর্মন।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতের সময় মানিক মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত হানিফ মিয়াকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। তারা দুজনেই পেশায় কৃষক ছিলেন।
আপনার মতামত লিখুন : :