• ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

নাচোলে অবৈধ তিন ইটভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার এপ্রিল ১৭, ২০২৫, ০৩:০৭ পিএম নাচোলে অবৈধ তিন ইটভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই তিনটি ইটভাটা থেকে সাত লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মো. রবিউল আলম।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ বলেন, পরিবেশ ছাড়পত্র এবং জেলা প্রশাসক প্রদত্ত ইট পোড়ানোর অনুমতি না থাকায় ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন (সংশোধিত ২০১৯) অনুযায়ী জেলা প্রশাসন, জেলা পুলিশ, র‌্যাব-৫ ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় দিনব্যাপী অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স খান ব্রিকসকে দুই লাখ, মেসার্স সাথী ব্রিকসকে তিন লাখ এবং মেসার্স তামিম ব্রিকসকে দুই লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। এ ছাড়া ভাটা তিনটি এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়ে পানি ঢেলে চিমনি নিভিয়ে বন্ধ করে দেওয়া হয়। অভিযানকালে স্থানীয় জনপ্রতিনিধিরা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ।

Side banner