• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

আড়াইহাজার থানার ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার এপ্রিল ১৭, ২০২৫, ০১:০৬ পিএম আড়াইহাজার থানার ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ মহাপরিদর্শকের কাছে অভিযোগ করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১৫ এপ্রিল) মো. সালাউদ্দিন মোল্লা নামে এক ব্যক্তি এক অভিযোগে বলেন, এসএসসি পরীক্ষা যখন চলমান এমন সময়ে উপজেলার মাহমুদপুর ইউনিয়নরে শ্যামলদী গ্রামে অনুমোদনহীন বাউল গানের আসর জমিয়েছেন।
এর আগে গত শুক্রবার (১১ এপ্রিল) অনুষ্ঠানটি বন্ধ রাখার কথা থাকলেও মোটা অংকের টাকার বিনিময়ে অনুষ্ঠান চালানোর অনুমতি দেন তিনি। সেই অনুষ্ঠানে সাদা পোশাকে পুলিশ সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন ওসি এনায়েত হোসেন। 
পরবর্তীতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে ঘটনাস্থল থেকে সরে যান তিনি। এঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
একই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও পুলিশ মহাপরিদর্শক বরাবর অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ দায়ের করেন বিএনপি নেতা রিয়াজুল ইসলামের স্ত্রী আনোয়ারা আক্তার বেবী।
অভিযোগে আনোয়ারা আক্তার জানান, আমার স্বামী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের অনুসারী। দুপ্তারা বাজারে পারভীনের ছবি সংবলিত ব্যানার টানাতে গেলে অভিযুক্তরা বাধা দেয়। এ সময় প্রতিবাদ করতে গুলি করে মেরে ফেলার হুমকি দেয় তারা। 
এ ঘটনার পর রাতে তোড়নটি ভেঙে ফেলা হয় এবং রাতে অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় ফাঁকা গুলি ছুড়ে ঘণ্টাব্যাপী পুরে এলাকায় তাণ্ডব চালিয়েছে। এঘটনার পর আড়াইহাজার থানায় অভিযোগ দিতে গেলে অভিযোগ না নিয়ে উল্টো মোটা অংকের টাকা দাবি করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।
পরবর্তীতে থানার সহযোগিতা না পেয়ে এলাকা ছেড়ে স্বামী ও ছেলেকে নিয়ে পালিয়ে নিজেদের রক্ষা করেছেন বলে দাবি করেন আনোয়ারা আক্তার।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গেইট ভাংচুর নিয়ে রাজনৈতিক দুটি পক্ষের মাঝে বিরোধ হয়েছে। এ বিষয়ে তারা থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি। আমি বলেছি তারা যেন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে, এতটুকুই ঘটনা। তাদের রাজনৈতিক বিরোধের কারণে এখন আমাকে দায়ী করছেন তারা।

Side banner