• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

যশোর রেজিস্ট্রারের কার্যালয়ে ঘুষের টাকা


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার এপ্রিল ১৭, ২০২৫, ১২:৩১ পিএম যশোর রেজিস্ট্রারের কার্যালয়ে ঘুষের টাকা

যশোর জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান চালিয়েছে যশোর দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে একই দপ্তরে দুই দফা অভিযান চালায় দুদক। এ সময় অতিরিক্ত ঘুষ নেওয়ার হাতেনাতে প্রাণ পায় দুদক।
প্রথম দফা দুপুর ১২টার দিকে দুদুকের একটি টিম অভিযান চালায়। দুদকের নিজস্ব পোশাক পরে সহকারী পরিচালক মো. আল আমীন, উপসহকারী পরিচালক জালাল উদ্দিনের এ অভিযানের নেতৃত্ব দেন। প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে ২টার দিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। এর প্রায় ২০ মিনিট পর ফের ওই কার্যালয়ে দ্বিতীয় দফা অভিযান শুরু করে দুদক। এরপর প্রায় দেড় ঘণ্টা ধরে রেজিস্ট্রার আবু তালেবের রুমে বৈঠক করেন। সেখানে রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
অভিযান সম্পর্কে দুদক যশোরের সহকারী পরিচালক আল আমীন বলেন, যশোর রেজিস্ট্রি অফিসে বিভিন্ন দুর্নীতি নিয়ে আমাদের কাছে অভিযোগ আসে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান চালাই। অফিস সহকারী ভৈরব চক্রবর্তীর ড্রয়ার থেকে আমরা বেশ কিছু টাকা জব্দ করেছি। সেখানে দুটি জমি রেজিস্ট্রি হয়েছে। দুটি জমি থেকে এক হাজার টাকার বেশি হওয়ার কথা নয়। যেটা ভৈরব চক্রবর্তী স্বীকার করেছে। আমরা এ বিষয়ে ঢাকায় অবহিত করব। তারপর আইনগত ব্যবস্থা নেব।
এদিকে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে, যশোর জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে দীর্ঘদিন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। জেলা রেজিস্ট্রার আবু তালেব যোগদানের পর থেকেই সব ক্ষেত্র থেকে ঘুষ আদায় করছেন। চতুর্থ শ্রেণির কর্মচারীকে (এক মোহরার) কথিত ক্যশিয়ারে পরিণত করার পর থেকে জেলা রেজিস্ট্রিটি অফিসটি অনিয়ম-দুর্নীতি, ঘুষ-বাণিজ্য ওপেন সিক্রেটে পরিণত হয়েছে। শার্শা সাব রেজিস্ট্রি অফিসের মোহরার শামসুজ্জমান মিলনকে জেলা রেজিস্ট্রারের কথিত ক্যাশিয়ার বানিয়েছেন।
৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তন হলেও জেলা রেজিস্ট্রার আবু তালেবের কোনো পরিবর্তন হননি। উল্টো প্রতিনিয়ত ঘুষ-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। অফিসের ৯ জন কর্মচারীকে অভ্যন্তরীণ বদলি করে অন্তত ২০ লাখ টাকা ঘুষ-বাণিজ্য করেছেন বলে জানা গেছে।

Side banner