পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়ার সঙ্গে বাঞ্ছারামপুর পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) উপজেলার ডিজিটাল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাঞ্ছারামপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা, পর্যাপ্ত জনবল নিয়োগসহ জনসাধারণের নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময়কালে অংশগ্রহণকারীরা পৌরসভার বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মত প্রকাশ করেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদুল আলম চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
উল্লেখ্য, অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়ার বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার দরি ভেলানগর গ্রামে হওয়ায় তিনি এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে ব্যক্তিগতভাবে আগ্রহী ও আন্তরিক।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই মতবিনিময় সভার মাধ্যমে পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং নাগরিক সেবা নিশ্চিতে গতি আসবে।
আপনার মতামত লিখুন : :