• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল


বাঞ্ছারামপুর বার্তা | আলমগীর হোসেন এপ্রিল ১৩, ২০২৫, ০৩:৩৫ পিএম বাঞ্ছারামপুরে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত মসজিদুল আল আকসা রক্ষা ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে। ছলিমাবাদ বাজার এর হাইস্কুল মোড় হতে হোসেনপুর হয়ে আবার হাইস্কুল মোড়ে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়। 
মিছিলে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর পাশাপাশি রাজনৈতিক সংগঠন, শিক্ষক, ছাত্র এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। 
বক্তরা মুসলমানদের পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদুল আল আকসা রক্ষা করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। আন্দোলন থেকে ফিলিস্তিনের শিশু, মহিলাসহ সাধারণ মানুষকে হত্যার নিন্দা জানানো হয়। 
বক্তব্য রাখেন হাফেজ মাওলানা সারোয়ার রেজা আলকাদরী, মাওলানা কামরুল হাসান, শিক্ষক মোহাম্মদ আশ্রাফী, শিক্ষক মো. বিপ্লব আহম্মেদ প্রমুখ। 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছলিমাবাদ ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জাসাসের উপজেলা আহ্বায়ক এম এ সালাম, ছলিমাবাদ ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আ. সামাদ মেম্বারসহ আরও অনেকে।

Side banner