• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ফরিদপুরে বাস উল্টে খাদে পড়ে নিহত ৪


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার এপ্রিল ৮, ২০২৫, ০২:০২ পিএম ফরিদপুরে বাস উল্টে খাদে পড়ে নিহত ৪

ফরিদপুরে একটি বাস উল্টে সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে চারজন নিহত এবং অনেক যাত্রী আহত হয়েছেন। 
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের জোবায়দা করিম জুট মিলের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস বলেন, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাখুন্ডা জোবায়দা করিম জুটমিলের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান বলেন, বাস দুর্ঘটনায় হতাহতদের হাসপাতালে আনা হলে চারজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। নিহতদের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।

Side banner