রাজবাড়ীর কালুখালীতে মাদ্রাসার তিন ছাত্রকে বলাৎকারের চেষ্টার মামলায় আব্দুল্লাহ আল মামুন (৩৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বেলা পৌনে ১২ টার দিকে কালুখালী থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী এক ছাত্রের মা।
আব্দুল্লাহ আল মামুন কালুখালী উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমী মাদ্রাসার শিক্ষক ও খুলনা জেলার পাইকগাছা থানার সোনাতন কাঠি গ্রামের বেলজার হোসেনের ছেলে।
মামলার এজাহার থেকে জানা গেছে, মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল মামুন গত ২ জানুয়ারি ও ২৫ ফেব্রুয়ারি তারই কর্মরত মাদ্রাসার নাজেরা শাখার দুই ছাত্রকে বলাৎকারের চেষ্টা করেন। সবশেষ ১৫ মার্চ তিনি একই শাখার আরও এক ছাত্রকে বলাৎকারের চেষ্টা করেন। ছাত্ররা ভয়ে কাউকে কিছু জানানোর সাহস পায়না। তবে এলাকায় কানাঘুষার মাধ্যমে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে এলাকার লোকজন ওই শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলাৎকারের চেষ্টার কথা স্বীকার করেন। এরপর থানায় খবর দেওয়া হলে মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাতে পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, বুধবার বেলা পৌনে ১২ টার দিকে ভুক্তভোগী এক ছাত্রের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন : :