• ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

টাঙ্গাইলে দুটি ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মার্চ ১৯, ২০২৫, ০৩:১০ এএম টাঙ্গাইলে দুটি ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের মধুপুরে অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা এবং একটি ইটভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করে র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশ।
অভিযানে তিতাস ব্রিকসের মালিককে ৬ লাখ টাকা এবং সিটি ব্রিকসের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে ইটভাটার মালিকরা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন” অনুযায়ী এ জরিমানা করা হয়। এছাড়া একই ইউনিয়নের দড়ি হাতিল এলাকার মধুপুর ব্রিকসের চিমনি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুজাহিদুল ইসলাম জানান, জেলায় মোট ২৭৪টি ইটভাটার মধ্যে ১১৮টি বৈধ, ১৩৭টি আদালতের রিটের মাধ্যমে পরিচালিত হচ্ছে, আর ১৯টি ইটভাটা সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছে।
এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।

Side banner