গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার দুর্গম চরাঞ্চল এরেণ্ডাবাড়ী ইউনিয়নের চর হরিচণ্ডি গ্রাম থেকে ৬৫ বছর বয়সী বিষা শেখকে গ্রেপ্তার করা হয় বলে ফুলছড়ি থানার ওসি খন্দকার মো. হাফিজুর রহমান জানান।
এলাকাবাসী জানায়, স্থানীয় এক মাদ্রাসার ছাত্রী দশ বছর বয়সী মেয়েটি সোমবার দুপুরে নিজের বাড়ির পাশে খেলছিল। এ সময় বিষা শেখ তাকে গল্প শোনানোর কথা বলে কৌশলে ভুট্টা ক্ষেতে নিয়ে যায়।
সেখানে শিশুটির ‘মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে’ বিষা শেখ। সেখান থেকে বাড়িতে গিয়ে শিশুটি তার মা-বাবাকে ঘটনা জানায়।
বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী ওই বৃদ্ধকে আটক করে। খবর পেয়ে সন্ধ্যায় সেখানে গিয়ে পুলিশ বিষা শেখকে গ্রেপ্তার করে।
ওসি হাফিজুর রহমান বলেন, মেয়েটির শারীরিক পরীক্ষা করানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তার বাবা থানায় একটি মামলা দায়ের করেছেন।
আপনার মতামত লিখুন : :