ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে হুন্ডি ব্যবসা এখন জমজমাট হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার লোকজনকে ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে বিনা বাঁধায়। সরকারের কঠোর নির্দেশ উপেক্ষা করে পুরো উপজেলায় অর্ধশত হুন্ডি ব্যবসায়ী বাঞ্ছারামপুরকে হুন্ডির স্বর্গরাজ্যে পরিণত করেছে। বিদেশে কর্মরত প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোকে ঝামেলা মনে করে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর ফলে সরকার হারাচ্ছে প্রচুর পরিমাণে রেমিটেন্স।
প্রবাসী অধ্যুষিত বাঞ্ছারামপুর উপজেলায় ১টি পৌরসভা এবং ১৩টি ইউনিয়নের হাজার হাজার মানুষ সৌদিআরব, দুবাই, কাতার, ওমান, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইউরোপ আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে চাকুরীসহ নানাবিধ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত থেকে প্রবাস জীবনযাপন করছে। পবিত্র রমজানের ঈদকে সামনে রেখে চলতি মাসে প্রবাসীরা হুন্ডির মাধ্যমে পরিবার পরিজনের কাছে কোটি কোটি টাকা লেনদেন করছে। এতে করে সরকারও হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব।
খোঁজ নিয়ে জানা গেছে, বাঞ্ছারামপুর পৌরসভায় কিছু অসাধু ব্যবসায়ী বিপনি বিতানগুলোতে বিভিন্ন কাপড়ের দোকান, মুদির দোকান, কসমেটিক্স’র দোকান, ফোন ফ্যাক্সের দোকানের আড়ালে এসব হুন্ডি ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে মুষ্টিমেয় কিছু সংখ্যক লোক সরকারী ও তফসিলি কয়েকটি ব্যাংকের মাধ্যমে লেনদেন করলেও অধিকাংশ প্রবাসীরা এসব হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে থাকে।
জানা যায়, বাঞ্ছারামপুর পৌরসভা সহ পুরো উপজেলায় প্রায় শতাধিক হুন্ডি ব্যবসায়ী রয়েছেন। সংশ্লিষ্ট প্রশাসন ও গোয়েন্দা বিভাগের লোকজনকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে ওইসব হুন্ডি ব্যবসায়ীরা। এসকল ব্যবসায়ীরা হুন্ডির টাকা বিতরণে অভিনব কৌশল হিসেবে ব্যবহার করে যাচ্ছে বিভিন্ন মুদির দোকান, ফোন ফ্যাক্সের দোকান, জুতার দোকান, পানের দোকান, কাপড়ের দোকান, কসমেটিক্স এর দোকান, মটর পার্টসের দোকান, স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ও বাড়ীর গৃহবধুদেরকে।
হুন্ডি ব্যবসার মাধ্যমে বাঞ্ছারামপুর উপজেলায় কোটি কোটি টাকা লেনদেন হলেও সরকারের কোষাগারে এক কানাকড়িও রাজস্ব জমা পড়ছেনা। এ ধরণের হুন্ডি ব্যবসা চলতে থাকলে সরকার হারাবে বিপুল পরিমাণ রাজস্ব আর প্রতারিত হচ্ছে প্রবাসী পরিবারের লোকজন। সচেতন বাঞ্ছারামপুরবাসী এসব অসাধু হুন্ডি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্যে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।
আপনার মতামত লিখুন : :