• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

মুক্তাগাছায় সন্তানের আশায় কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মার্চ ১৭, ২০২৫, ০২:০২ এএম মুক্তাগাছায় সন্তানের আশায় কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার

ময়মনসিংহের মুক্তাগাছায় সন্তান না হওয়ার চিন্তায় এক নারীর কবিরাজের শরণাপন্ন হওয়ার ঘটনা শেষ পর্যন্ত ভয়ংকর পরিণতি বয়ে এনেছে। সন্তান হওয়ার আশায় ঝাড়ফুঁক নিতে গিয়ে তিনি ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত কবিরাজ আব্দুল খালেককে গ্রেফতার করেছে।
শনিবার (১৫ মার্চ) রাতে মুক্তাগাছা থানায় ওই নারী লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগেই শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় মৌখিক অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত কবিরাজকে আটক করে পুলিশ।
ভুক্তভোগী নারী ও মামলার নথি সূত্রে জানা যায়, মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নের বড় বাজাইল গ্রামের নবিগঞ্জ বাজার এলাকার মৃত নসু খার ছেলে আব্দুল খালেক (৬৫) এলাকায় একজন পরিচিত কবিরাজ। বিভিন্ন রোগ নিরাময়ে তার ঝাড়ফুঁক ও ওষুধ কার্যকর বলে প্রচার রয়েছে। এমনকি তার কাছে গেলে নিঃসন্তান দম্পতিদের সন্তান হবে এমন বিশ্বাসও ছড়িয়ে আছে স্থানীয়দের মধ্যে।
সন্তান না হওয়ায় ওই নারীও তার কাছে যান এবং চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা দেন। সর্বশেষ ৮ মার্চ তিনি আবার কবিরাজের বাড়িতে গিয়ে সন্তান হওয়ার সময় সম্পর্কে জানতে চাইলে কবিরাজ তাকে আলাদা একটি কক্ষে নিয়ে যান এবং সেখানেই তাকে ধর্ষণ করেন।
এ ঘটনায় হতভম্ভ হয়ে পড়া ওই নারী সাহস করে থানায় অভিযোগ করেন। মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই কবিরাজ আব্দুল খালেককে আটক করা হয় এবং পরে মামলার একমাত্র আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ভুক্তভোগী নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত আব্দুল খালেককে আদালতে হাজির করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Side banner