ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের কুখ্যাত ডাকাত সর্দার ছেলু মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) রাতে উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ছেলু মিয়া সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের মৃত ছিফাত আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশে, সহকারী পুলিশ সুপার তপন সরকারে তত্বাবধানে, অফিসার ইনচার্জ নাসিরনগর থানা খাইরুল আলম এর নেতৃত্বে এস.আই কামাল হোসেন, এস.আই সুনীল চন্দ্র, এ.এস.আই সুজন কুমার সাহা সঙ্গীয় ফোর্স সহ দাঁতমন্ডল এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার ছেলু মিয়া (৪৫) কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা, ১টি দস্যুতা মামলা, ৩টি চুরি মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসি খাইরুল আলম বলেন, গ্রেপ্তারকৃত ছেলু মিয়ার বিরুদ্ধে ৪ টি ডাকাতি, ১টি দস্যুতা মামলা, ৩টি চুরির মামলা রয়েছে। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন : :